Home / অন্যান্য / ভোরের টার্মিনাস : বৈজয়ন্ত রাহা

ভোরের টার্মিনাস : বৈজয়ন্ত রাহা

পড়ে নিচ্ছি পাখিদের মাতৃভাষা
গাছেদের ওম,
পড়ে নিচ্ছি প্রাচীরের সুবর্ণবিষাদ,
তুলে নিচ্ছি দুইহাতে তোমার তাচ্ছিল্যমধুর…
হ্রদের জলের মতো শান্ত জলোচ্ছ্বাস…
শহরের পথে পথে প্রেম দেখ সন্ন্যাসীর মতো উদাসীন,
সুচেতা…
শীত আসছে, তুমি ঠোঁট তুলবে না?

সকাল যে সন্ধ্যের মতো বাসটার্মিনাসে দাঁড়িয়ে…

অপেক্ষায়..

About Abu Rayhan

আরও দেখুন

16807761_108883132969378_7659074573731222117_n

আঞ্জুমন আরা’র দু’টি ছড়া

আঞ্জুমন আরা’র দু’টি ছড়া খুকুমনির বই মেলা।   বই মেলাতে যাবে খুকু বায়না ধরেছে, গোমরা …

Leave a Reply