Home / শিল্প-সাহিত্য / কবিতা / অন্তর আলেখ্য-মো: শরীফুল আলম

অন্তর আলেখ্য-মো: শরীফুল আলম

কবিতাঃঅন্তর আলেখ্য

16299450_1818910258358922_4861440090282183769_n (2)
-মো: শরীফুল আলম
উৎসর্গ : কে. এস. এন. নিশু কে
ছবি’র আলোয় তুমি আজ বড় মাদকতা
যদিও তা আলোক সম্পাত তবুও অন্য রকম কাছে টানা।
কি নামে ডাকব তোমায়- স্বর্ণলতা, বনলতা, নাকি সাগর কন্যা?
আমি যে পাইনা খুঁজে বলার মত কোন ভাষা
আকুল করল আমায়, বাড়ল অন্তরের ব্যাকুলতা।
 
মন কেড়ে নিল তোমার ঐ বাঁকা চোখের অপলক চাহনি
মনের মাঝে সুখের দোলা হৃদয়ে তুলল কাঁপুনি
সত্যিই এ এক হৃদয় নিংড়ানো নির্মল ভালবাসার
মায়াবী হাতছানি কিশোরী কন্যার।
ঘাম চিক চিক ধুলা জড়ানো, ঠোঁটে চাঁদের হাসি আঁকানো
ত্বকে মুক্তার প্রলেপ মাখানো মুখখানা দেখে
আমার অশান্ত মনটা হল স্থির, স্বপ্ন দেখল রঙ্গিন।
 
ছবির ফ্রেমে তোমায় দেখে পথিক পথ হারাল
তোমার ঢেউ খেলানো চুলের দোলায় প্রেমের সুর বাজল
তাইতো আজ দক্ষিণা হাওয়ায় মন ময়ুরী নেচে উঠল
তোমার লাল টুকটুক বাঁকা ঠোঁটে যেন কমলা ডাঁসা ডাঁসা
রূপালী দাঁতের হাসির ঝিলিকে মন করল উজালা।
মায়ায় ভরা প্রেমে মাখা তোমার অপরূপা মুখখানি
যেন মায়ের কোলে নিষ্পাপ শিশুর অনুপম হাসি।
 
ছবি! সে তো শুধু নয় ছবি, সে যে অন্তরেরও প্রতিচ্ছবি
ছবির মাঝে ভেসে ওঠে মনের রূপের মাধুরী
যুগে যুগে মহাজ্ঞানীরাও বলেছেন সে কথা।
ছবির দ্যুতিতে ফুটে উঠে অন্তরের না বলা ভাষা
তাইতো বলি তুমি সেরা, তুমি শ্রেষ্ঠ, তুমিই আমার শ্রেয়সী।

About এম মোস্তাকিম বিল্লাহ্

আরও দেখুন

47291974_390504401688803_6816509807701262336_n

বিজয় দিনের শপথ-কায়সার উদ্দিন জালাল

বিজয় দিনের শপথ কায়সার উদ্দিন জালাল বড় আবেগের সময় এ মাস ডিসেম্বর অনুতাপের এ মাস …

One comment

  1. Kazi Sharmin Nahar (Nishu)

    অনেক অনেক শুভ কামনা ধূমকেতু কবি পরিষদের জন্য।

Leave a Reply