Home / শিল্প-সাহিত্য / কবিতা / ভালোবাসার মানচিত্র- কে এস এন নিশু

ভালোবাসার মানচিত্র- কে এস এন নিশু

ভালোবাসার মানচিত্র

FB_IMG_1484634551337
কে এস এন নিশু
 
তুমি আমার শত জনমের তনু মন প্রাণ
এই ভালবাসা কখনো হবে না অবসান।
তুমি ছাড়া এ দেহে জাগে না তো প্রাণ
শুনতে কি পাও আমার অব্যক্ত আহবান?
পরাজয়ে ভালবাসার কমে না তো মান
ভাল নয় অকারণে ভালবাসায় অভিমান।
ভুল বুঝে কভু জমাইয়ো না মনে অসন্তোষ
রোষানল না ভেঙ্গে করিও না রোষ।
হৃদয়ের এই দৃঢ়তম বন্ধন যাবে না করা খণ্ডন
ভালবাসায় মোটেই মানাই পশ্চাদপসরণ!
 
তুমি তো আমার দীর্ঘ প্রেমের পাঠ্যক্রম
তোমায় ছাড়া সবই যে আমার পণ্ডশ্রম!
তুমি আমার এই জীবনের সকল কাজের যন্ত্রশক্তি
তাইতো তোমায় পারব না কখনো দিতে মুক্তি!
শোধ করা কি যাবে কভু ভালবাসার ঋণ?
জীবন তো আমার মরুঝড় তুমি বিহীন!
উদাসী এই মন শুধু তোমায় খুঁজে সারাক্ষণ
আকঁড়ে রাখব তোমায় প্রেমের বাহুডোরে আজীবন।
ভালবাসা শব্দটা বড়ই বেশি অমূল্য
আমার কাছে কিছুই নাই তোমার তুল্য!
তোমার সাথে বেহেশতে যদি না হয় প্রবেশ
এ জীবন আমার ক্ষয়ে ক্ষয়ে হয়ে যাবে শেষ!
ভালবাসার জয়ধ্বনিতে আজ মুখরিত ভুবন
এই ছোঁয়ায় সুশোভিত হয় যেন তোমার দেহ মন।
ভালোবাসি, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমায়
ভালবাসার এই বাঁধন ছিড়ে যেওনা ফেলে কভু আমায়।
আমার সকল ভালবাসা শুধুই তোমায় ঘিরে
সবখানেতেই যেন তোমায় কাছে পাই ঘুরে ফিরে।
তুমি আমার ছোট্ট হৃদয়ের পুরা বৃত্তের ভালোবাসার মানচিত্র
আর একমাত্র অশেষ প্রেমের আদ্যন্ত।
তোমার কাছে আজ আমার নেই কোন বিশেষ মন্তব্য
শুধু এটুকুই বুঝি তুমি ছাড়া আমার যে নেই গন্তব্য।

About এম মোস্তাকিম বিল্লাহ্

আরও দেখুন

52599206_1071077409750572_12672979611680768_n

আরব আমিরাতে জাতীয় কবিতা মঞ্চে ৩৫ টি নতুন বইয়ের মোড়ক উম্মোচন

আরব আমিরাতে জাতীয় কবিতা মঞ্চে ৩৫ টি নতুন বইয়ের মোড়ক উম্মোচন।   জাতীয় কবিতা মঞ্চ …

One comment

  1. Kazi Sharmin Nahar (Nishu)

    অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ধূমকেতু কবি পরিষদের স্বপ্নদ্রষ্টার প্রতি।

Leave a Reply