Home / জাতীয় / রেডিমেট গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

রেডিমেট গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

রেডিমেট গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

received_1976838839227685
বিশেষ প্রতিনিধি :রাজধানীর শিল্পকলা একাডেমীতে ১৭ ফেব্রুয়ারি, সকাল ১০টায় রেডিমেট গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের তৃতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
রেডিমেট গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের সভাপতি শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমীনের সভাপতিত্বে উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজেরা সুলতানা এমপি, ভারতের শ্রমিক আন্দোলনের নেতা মানিক সমাজদার, নেপালের প্রতিনিধি ঠাকুর চন্দ্রা গাহাতরাজ, প্রধান বক্তা ছিলেন রেডিমেট গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের সাধারণ সম্পাদক সুমি আক্তার, সংহতি বক্তব্য রাখেন নজরুল গবেষণা সংগঠন অগ্নিবীণা কেন্দ্রীয় সভাপতি এইচ.এম. সিরাজ, ঢাকা মহানগর ওয়ার্কাস পার্টির সভাপতি আবুল হোসাইন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব বদরুদ্দোজা নিজাম, বাংলাদেশ কৃষক শ্রমিক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল খান, কৃষক প্রজা পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার ইফতেখার ফুয়াদ। এ সম্মলনে ভারত, শ্রীলংকা, নেপাল ও ভূটানের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সকল সদস্যদের সম্মতিতে আগামী দুই বছরের জন্য নয়া কমিটি গঠন করা হয়। এতে লাভলী ইয়াসমীন সভাপতি ও সুমি আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এছাড়াও আরোও ১৫ সদস্যের নাম ঘোষনা হয়।

About এম মোস্তাকিম বিল্লাহ্

আরও দেখুন

50299899_589956284750796_920428091581399040_n

আরব আমিরাতে দৈনিক যুগান্তরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

আরব আমিরাতে দৈনিক যুগান্তরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। মোহাম্মদ মনির উদ্দিন মান্না:- সাহসী অভিযাত্রা দুই …

Leave a Reply